গুরুতর আহত হলেন দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বিডিও! গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি - Bangla Hunt

গুরুতর আহত হলেন দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বিডিও! গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি

By Bangla Hunt Desk - May 24, 2020

বালুরঘাট ২৪ মে ; পারিযায়ী শ্রমিকদের আসার তদারকি করতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে গাড়ি গাছে ধাক্কা মারায় গুরুতর আহত হলেন দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের বিডিও ও তার চালক। ঘটনাটি ঘটেছে তপন এলাকার কড়দহ এলাকায়, আজ দুপুরে। স্থানিওরা দেখতে পেয়েই গুরুতর আহত গাড়ির চালক ও বিডিওকে উদ্ধার করে প্রথমে তপন গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বিডিও সোগেল মুক্তা তামাং এর অবস্থা ক্রমেই অবনতি হওয়ায় তাকে আশঙ্কা জনক অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। খবর পেয়ে তাকে দেখতে বালুরঘাট জেলা হাসপাতালে আসেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। হাসপাতাল সুত্রে জানা গেছে তার চিকিৎসা চলছে।

অপরদিকে বিডিও অফিসের কর্মী সুব্রত ধর জানান তপনের কড়দহ এলাকার আমতলি দিয়ে মালদা থেকে বেশ কিছু পারিযায়ী শ্রমিকের জেলাতে ঢোকার কথা ছিল। সে বিষয়েই তপন ব্লকের বিডিও গাড়ি নিয়ে ওই পারিযায়ী শ্রমিমদের স্ক্রিনিং এর সহ অনান্য বিষয়ে তদারকি করতে সেখানে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাড়িটি জোরে গিয়ে ধাক্কা মারে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু তারা খুব গুরুতর আহত তাই এখনও পর্যন্ত তাদের সাথে কথা বলতে না পারায় এর চেয়ে বেশি কিছু এই মুহুর্তে বলা যাচ্ছে না বলে তিনি জানান।

অন্য একটি সুত্র মারফত জানা গেছে গাড়ি নাকি চালাচ্ছিলেন বিডিও নিজেই। তবে এই নিয়ে জেলা প্রশাসনিক আধিকারিকরা কেউ মুখ খুলতে নারাজ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর