গাজোলে পণ্যবাহী লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের নিহত এক বাইকারোহী - Bangla Hunt

গাজোলে পণ্যবাহী লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের নিহত এক বাইকারোহী

By Bangla Hunt Desk - June 18, 2022

মালদা-‌ গাজোলে পণ্যবাহী লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের নিহত এক বাইকারোহী। তাঁর নাম ক্ষিরোদ কর(৩০)। বাড়ি গাজোল থানার জামতলার বেতপুকুর গ্ৰামে| শুক্রবার দুপুরের দিকে মোটর বাইক নিয়ে গাজোলের দিকে যাচ্ছিলেন| ওই সময় উল্টো দিক থেকে ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে আসা বালুঘাটগামী একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরিটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর