গাঁজা পাচারের অপরাধে ভারতীয় বংশোদ্ভূত যুবককে ফাঁসিতে ঝোলালো ভারতের এই বন্ধু দেশ - Bangla Hunt

গাঁজা পাচারের অপরাধে ভারতীয় বংশোদ্ভূত যুবককে ফাঁসিতে ঝোলালো ভারতের এই বন্ধু দেশ

By Bangla Hunt Desk - April 27, 2023

গাঁজা পাচারের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে ফাঁসি দিল সিঙ্গাপুর সরকার। এক কেজি গাঁজা পাচারের অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত।

৪৬ বছর বয়সী থাঙ্গারাজু সুপিয়াহকে ২০১৩ সালে ১ কেজি (২.২ পাউন্ড) এর বেশি গাঁজা পাচারে সহায়তা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, সিঙ্গাপুর মাদকের বিরুদ্ধে কঠোর আইনের জন্য পরিচিত।

অভিযুক্ত যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুরের চাঙ্গি জেলে ফাঁসি দেওয়া হয়েছে তাঁকে। তাঁর ফাঁসি রদের আবেদন জানিয়েছিল পরিবার। পাশাপাশি সমাজকর্মীরা ও রাষ্ট্রসংঘের তরফেও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আরজি জানানো হয়েছিল। কিন্তু সমস্ত আরজি খারিজ করে মৃত্যুদণ্ডই কার্যকর করা হয় মঙ্গলবার। মৃত্যুদণ্ড-বিরোধী সমাজকর্মী কার্স্টেন হ্যান এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”ওঁর পরিবার জানিয়েছিল শেষ পর্যন্ত লড়বে। পুরো বিষয়টি নিয়ে হতাশ ওরা।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর