গরু পাচারকারী সন্দেহে বিএসএফের গুলি– কোচবিহারে এক ভারতীয়-সহ মৃত ৩, তীব্র উত্তেজনা - Bangla Hunt

গরু পাচারকারী সন্দেহে বিএসএফের গুলি– কোচবিহারে এক ভারতীয়-সহ মৃত ৩, তীব্র উত্তেজনা

By Bangla Hunt Desk - December 06, 2021

কোচবিহারের সাতভাণ্ডারী সীমান্তে গরু পাচারকারী সন্দেহে কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালাল সীমান্তরক্ষী বাহিনী। গুলিতে মৃত্যু হয়েছে ৩ জনের। তাঁদের মধ্যে ২ জন বাংলাদেশী ও একজন ভারতীয় নাগরিক বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সিতাই থানার পুলিশ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে কোচবিহারের সিতাই থানা এলাকার অন্তগর্ত সাতভাণ্ডারী সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিলেন কয়েকজন। এক ভারতীয় নাগরিক গরু পৌঁছে দিচ্ছিলেন কাঁটাতারের বেড়া পর্যন্ত। বিষয়টি নজরে পড়তেই বাধা দেন ওই সীমান্তে কর্তব্যরত জওয়ানরা।

অভিযোগ, সেই সময় তাঁদের লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে গরু পাচারকারীরা। তার ফলে বাধ্য হয়ে গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয়েছে ৩ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ভারতীয় নাগরিকের দেহটি পড়ে রয়েছে সিতাইয়ে। এবং কাঁটাতারের পাশে বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে মৃত দুই বাংলাদেশীর দেহ। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে সিতাই থানার পুলিশ। তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর