গরমে গঙ্গারামপুর জেলায তরমুজের বিক্রি বেড়েছে - Bangla Hunt

গরমে গঙ্গারামপুর জেলায তরমুজের বিক্রি বেড়েছে

By Bangla Hunt Desk - May 27, 2022

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: ইতিমধ্যে বিদায় নিয়েছে বসন্ত শুরু হয়েছে গরম। তার পাশাপাশি সূর্যের প্রখর তাপে নাজেহাল অবস্থা জেলাবাসী সহ গঙ্গারামপুরবাসীর। আর এই গরমে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তরমুজ বিক্রির ব্যাপক হার বেড়েছে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে গঙ্গারামপুর শহর ব্যবসার প্রতিষ্ঠিত জায়গা এখানকার অনেক কিছুই বিখ্যাত বিভিন্ন ক্ষেত্রে। এইবার এই গরমে সূর্যের তীব্র দাবদাহে অতিষ্ঠ জেলাবাসী সহ গঙ্গারামপুরবাসীরা। গঙ্গারামপুর জুড় বেড়েছে তরমুজের বিক্রি। সুমিষ্ট তরমুজ কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। একেকটি তরমুজ ১০ টাকা থেকে শুরু করে ২০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। জানা গেছে গঙ্গারামপুর শহরের কিছু বিক্রেতা ও কিছু বাসিন্দারা স্থানীয় চাষ করা তরমুজ বিক্রি করছেন। বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন হাইরোড থেকে শুরু করে গঙ্গারামপুর তপন রাজ্য সড়কের পাশেই ফলের দোকানগুলিতে গরমে তরমুজ বিক্রি বেড়েছে সেই তরমুজ কিনতে ভিড় জমাচ্ছেন আবালবৃদ্ধবনিতা।পাশাপাশি তরমুজ বিক্রেতারা জানান, গত দু’বছর ধরে লকডাউনের মাঝে তাদের বিক্রিতে ভাটা পড়লেও সূর্যের তীব্র দাবদাহে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা তাদের দোকানে তরমুজ কেনায় ও বিক্রি বাড়াতে মুখে হাসি ফুটেছে বিস্তর। তারা সবকিছু মানিয়ে নিয়ে তরমুজ বিক্রি করছেন তবে সামাজিক দূরত্ব বজায় রেখে পাশাপাশি প্রশাসনিক নিয়মকে মান্যতা দিয়ে তারা বিক্রি করছেন বলে জানা গেছে। এদিন এক বিক্রেতা জানান তরমুজের বিক্রির হার কমলেও গরমে তরমুজ বিক্রি বেশ ভালোই চলছে। বাঙালির ঘরে ঘরে নানান দেব দেবীর পুজো দেওয়ার জন্য তরমুজের বিক্রিও বেড়েছে। গরম থেকে রেহাই পাওয়ার জন্য তরমুজ কিনছেন সকলে। হাওয়া অফিসের তরফে গত কয়েকদিন আগে জানানো হয়েছিল এবছর গরম পড়বে বিস্তর। সোমবার সকাল থেকে প্রচন্ড তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত সকলের। গঙ্গারামপুর শহরসহ জেলার বিভিন্ন জায়গায় তরমুজ বিক্রি হার বেড়েছে তা বলাই বাহুল্য আর সেই তরমুজ কেনার জন্য ভিড় জমাচ্ছেন আবালবৃদ্ধবনিতা।

 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর