গরমের ছুটি আর কত দিন? কবে খুলবে স্কুল! বড় পদক্ষেপ পর্ষদের - Bangla Hunt

গরমের ছুটি আর কত দিন? কবে খুলবে স্কুল! বড় পদক্ষেপ পর্ষদের

By Bangla Hunt Desk - May 30, 2023

বাংলাহান্ট ডেস্কঃ একটা টানা চলছে গরমের ছুটি। গরমের ছুটি শেষে কবে খুলবে স্কুলে তা নিয়ে জল্পনা চলছে। আর এর মধ্যেই বড় পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। অত্যাধিক গরমের কারনে ২ মে থেকে রাজ্যজুড়ে স্কুলে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিল রাজঢ সরকার। এবার স্কুল কবে খুলবে, জানতে চেয়ে শিক্ষা দপ্তরকে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ।

আরো পড়ুন- ডিগবাজি দিতেই পুলিশ নিরাপত্তা পেয়ে গেলেন বাইরন বিশ্বাস

হিসাব মতো, ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা ছিল। কিন্তু তীব্র গরমের কারণে ২ মে ছুটি এগিয়ে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটির কথা ঘোষণা করেন। সেই সময় সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। তার পর সরকারের তরফে এ বিষয়ে আর কোনও নির্দেশিকা আসেনি। তাই স্কুল কবে খুলবে, স্পষ্ট নয় পর্ষদের কাছেও।

নির্ধারিত সময়ের আগেই এ বার গরমের ছুটি পড়েছিল স্কুলগুলিতে। সে ক্ষেত্রে, স্কুল খোলার দিনও আরও এগিয়ে আসবে কি না, জানতে চেয়েছে পর্ষদ।

এ দিকে, স্কুল খোলার তারিখ জানতে চেয়ে পর্ষদের কাছে অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে বহু প্রশ্ন আসছে। কিন্তু কোনওটারই সঠিক জবাব দেওয়া যাচ্ছে না।

মে মাসে কয়েক দিন বৃষ্টি হলেও বর্তমানে রাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বেশ খানিকটা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি জারি থাকবে প্রায় সর্বত্র, তেমনটাই জানাচ্ছে আলিপুর। এই পরিস্থিতিতে ৫ জুন অর্থাৎ, আগামী সোমবার থেকে সরকারি স্কুল খুলবে, না কি গরমের ছুটির মেয়াদ আরও বৃদ্ধি পাবে, তা নিয়ে ধন্দে অনেকেই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর