গত ২৪ ঘন্টায় কমেছে মৃত্যুর হার। লকডাউনের ফলে সুফল পেতে শুরু করেছে দেশ - Bangla Hunt

গত ২৪ ঘন্টায় কমেছে মৃত্যুর হার। লকডাউনের ফলে সুফল পেতে শুরু করেছে দেশ

By Bangla Hunt Desk - April 17, 2020

দেশজুড়ে করোনা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রিত হয়েছে। শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিব লব আগারওয়াল। দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যুর হার কমেছে। কমেছে সংক্রমনের হারও।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান লকডাউনের আগে দেশের আক্রান্তের সংখ্যা প্রতিদিন তিনদিনে দ্বিগুণ হচ্ছিল। কিন্তু গত ৭ দিনের পরিসংখ্যান বলছে গত ৬ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এর নেপথ্যে কি লকডাউন? উঠে এসেছে প্রশ্ন। শুক্রবার দেশের সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরে এমনটাই দাবি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে।

লব আগরওয়াল এক পরিসংখ্যান দিয়ে আশার আলো দেখাচ্ছেন। তিনি জানান আক্রান্তদের মধ্যে ১৩.৬ শতাংশ সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া রোগীদের সংখ্যা, মৃত্যুর চেয়ে অনেকটা বেশি বলে দাবি করেছেন তিনি । তার দাবি ৪০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে। মৃত্যু হয়েছে ২০ শতাংশর। তিনি আরো জানান এখনো পর্যন্ত ১৭৪৯ জন সুস্থ হয়েছেন। আবার গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ১০০৭ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৩৮৭। তবে গত কয়েকদিনের তুলনায় কমেছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যান দেখে ওয়াকিবহাল মহলের দাবি লকডাউন এর সুফল পেতে শুরু করেছে দেশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর