গতকাল বিজেপির মিছিলে উস্কানিমূলক স্লোগান দেওয়ার জন্য ৩ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ! ! - Bangla Hunt

গতকাল বিজেপির মিছিলে উস্কানিমূলক স্লোগান দেওয়ার জন্য ৩ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ! !

By Bangla Hunt Desk - March 02, 2020

গতকাল অমিত শাহের সভাস্থলে রওনা হওয়া মিছিল থেকে বিজেপি কর্মীদের উসকানিমূলক স্লোগান দিতে শোনা যায়।এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করল তিনজনকে। নিউমার্কেট থানার পুলিশ ধৃতদের গ্রেপ্তার করে।

ধৃত তিনজনের নাম সুরেন্দ্র কুমার তিওয়ারি, ধ্রুব বসু এবং পঙ্কজ প্রসাদ।ধৃতদের বিরুদ্ধে চারটি ধারা(১৫৩A,৫০৫,৫০৬ ও আইপিসি ৩৪) মামলা করা হয়েছে। দিল্লির হিংসায় এই সেনসিটিভ স্লোগানটি ব্যবহার করা হয়েছে। দিল্লি হাইকোর্ট এই স্লোগানটি নিয়ে মুখ খুলেছে।

গতকালের এই ঘটনায় কলকাতাবাসী অবাক, খাস কলকাতা এই ধরনের আইন বিরোধী উস্কানিমূলক স্লোগান! কংগ্রেস ও সিপিআইএম, বর্তমান সরকার ও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন, ২৪ ঘন্টার মধ্যেই ধৃতদের খুঁজে বের করে তাদের গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে ৪ টি ধাঁড়ায় মামলা শুরু করেছে কলকাতা পুলিশ।

myimage

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর