খানা খন্দে ভরা, শহরের প্রধান রাস্তার বেহাল দশা, সংস্কার নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা - Bangla Hunt

খানা খন্দে ভরা, শহরের প্রধান রাস্তার বেহাল দশা, সংস্কার নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

By Bangla Hunt Desk - June 09, 2022

মালদাঃ- শুধু গুরুত্বপূর্ণ রাস্তা বললে ভুল হবে। মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের এটাই মুখ্য সড়ক। খানা খন্দে ভরা, শহরের প্রধান রাস্তার বেহাল দশা। রাস্তার বিভিন্ন জায়গায় সর্বক্ষণ জমে থাকে জল। পাশের নিকাশি ব্যবস্থাও বেহাল। রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকান ফলে জল আর বেরোনোর পথ নেই। নোংরা জল রাস্তাতেই জমে থাকে। অথচ হরিশ্চন্দ্রপুর সদরের প্রধান রাস্তা এটাই। নিয়মিত দুর্ঘটনা লেগে রয়েছে। গাড়ি বাইক উলটে পড়ে। রাতে এই রাজ্য সড়কের ওপর দিয়ে যাওয়া আরও বিপজ্জনক হয়ে ওঠে। কারণ রাস্তার দুপাশের কোন আলোই জ্বলে না। পঞ্চায়েত থেকে স্ট্রিট লাইট লাগানো আর হয় না। ফলে রাতে এই রাস্তায় হাঁটতে গেলে খানাখন্দে অন্ধকারে পড়ে বড় দুর্ঘটনা ঘটে। আতঙ্কে রাতে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে বলে খুব প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বেরোন না বয়স্করা। হরিশ্চন্দ্রপুরের প্রধান এই সড়কের ওপর দিয়েই যেতে হয় হাসপাতাল, স্কুল কলেজ, সরকারি দফতরে। পঞ্চায়েত দফতর, ব্লক অফিসে যাওয়ার জন্যেও এটাই একমাত্র পথ। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই পঞ্চায়েত বা ব্লক প্রশাসন সকলেই উদাসীন। স্থানীয় বাসিন্দারা বহুবার এই রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েছে। বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু নেহাতই আশ্বাস ছাড়া কিছু মেলে নি। ২০১৮ সালে ৩০ লক্ষ টাকা দিয়ে রাস্তা মেরামতির কাজ হয়। কিন্তু মাস কয়েকের মধ্যেই রাস্তার সব ছাল চামড়া উঠে গিয়ে মেরামতির কাজের নমুনা স্পষ্ট করে দেয়। কঙ্কালসার রাস্তা সে ভাবেই পড়ে থাকে। এই গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল – বিজেপির(BJP) রাজনৈতিক চাপানউতোর।

BJP-র উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদকের অভিযোগ, সদর এলাকায় বেশি ভোট পেয়েছে তাদের দল৷ তৃণমূল ভোট না পাওয়ায় মেরামতির কাজ করছে না রাস্তার। ঠিকাদার লাখ লাখ টাকা নিয়ে রাস্তা সারাই করলেও, তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে৷ প্রশাসন সেদিকে নজর দিচ্ছে না কেন বলেও প্রশ্ন তোলেন তিনি৷

BJP র এই অভিযোগ উড়িয়ে দিয়ে হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের চেয়ারম্যান সন্দীপ গুপ্তা বলেন, ‘‘বছর দু-এক আগে বিধায়কের উদ্যোগে রাস্তা সারাই হয়েছিল৷ কিন্তু নিকাশি ব্যবস্থার সমস্যা থাকায় তা ফের খারাপ হয়ে যায়৷ দ্রুত পঞ্চায়েত বা জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে এই রাস্তা মেরামতির কাজ শুরু করব৷’’

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর