ক্যান্সারে আক্রান্ত শুভঙ্কর চক্রবর্তী মাধ্যমিক পরীক্ষা দিলো হাসপাতালে বসেই! - Bangla Hunt

ক্যান্সারে আক্রান্ত শুভঙ্কর চক্রবর্তী মাধ্যমিক পরীক্ষা দিলো হাসপাতালে বসেই!

By Bangla Hunt Desk - February 29, 2020

ঘটনাটি ঘটেছে হাওড়া,হাওড়া জেলা স্কুলের ছাত্র শুভঙ্কর চক্রবর্তীর কিছু মাস আগে ক্যান্সার ধরা পড়ে। তারপর তাকে ক্যান্সার হাসপাতালে কেমো দেওয়া হয়।

এরই মাঝে শুরু হয়ে যায় তার মাধ্যমিক পরীক্ষা, প্রথমে পরিবারের সবাই ভেবেছিল, এবছর শুভঙ্কর আর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না । কিন্তু ক্যান্সার হয়েছে তো কি হয়েছে , শুভঙ্কর এর মনের জোর কমে যায় নি। শুভঙ্কর দৃঢ় সিদ্ধান্ত নেয়, এবছর ইস এ মাধ্যমিক পরীক্ষায় বসবে।

মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তাররা তাকে সব ধরনের সাহায্য করে। পাশে ছিলো তার মা ও বাবা তাই শেষ পর্যন্ত শুভঙ্কর মাধ্যমিক পরীক্ষা দেয়।

myimage

এ বিষয়ে শুভঙ্কর জানায়, “প্রথমে ভেবছিলাম পরীক্ষা দেবনা। কিছু মাস যাওয়ার পর শরীর ঠিক হচ্ছিলো, পরীক্ষা না দিলে এবছর টা নষ্ট হয়ে যাবে”।

শুভঙ্কর ক্যান্সারের কেমো নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এক নজির গড়লো। কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়, সে যত প্রতিবন্ধকতা থাকুক না কেন।আর তাই করে দেখালো হাওড়ার শুভঙ্কর চক্রবর্তী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর