কোভিডকে জয় করে দাদাগিরি'র শুটিংয়ে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায় - Bangla Hunt

কোভিডকে জয় করে দাদাগিরি’র শুটিংয়ে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

By Bangla Hunt Desk - January 12, 2022

কোভিডকে জয় করে ফের দাদাগিরি’র শুটিংয়ে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার থেকে সম্পূ্র্ণ স্বাভাবিক জীবনে ফিরলেন তিনি। প্রায় দু’সপ্তাহ বাদে নিজের কর্মব্যস্ত জীবনে ফিরে এলেন দাদা।  বুধবার বাড়ির বাইরে বেরোলেন সৌরভ।‘দাদাগিরি’র শ্যুটিং শুরু করলেন তিনি। সৌরভ আক্রান্ত হওয়ার পরে বেশ কয়েক দিন বন্ধ ছিল শ্যুটিং। বুধবার থেকে সেই কাজ আবার শুরু করলেন তিনি। চলছে ‘দাদাগিরিট-র নবম সিজন।

করোনা ভাইরাসে (Coronaviruss)আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর এতদিন বাড়িতেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ((Sourav Ganguly)। হোম আইসোলেশনের (Home Isolation) নিয়মের পাশাপাশি ও চিকিৎসকদের পরামর্শ মত পুরোপুরি দৈনন্দিন জীবনে ফেরেননি বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President)। বাডিতে বসেই ভার্চুয়াল মাধ্যনে সামলাচ্ছিলেন বিসিসিআইয়েক অতি প্রয়োজনীয় কাজকর্ম। মঙ্গলবার আইপিএল (IPL)গভর্নিং কাউন্সিলের বৈঠকেও ভারচুয়াল মাধ্যমেই অংশগ্রহণ করেন বিসিসিআই প্রেসিডেন্ট। তবে সৌরভ করোনা আক্রান্ত হয়ে কবে পুরোপুরি স্বাভাবিক কর্ম জীবনে ফিরবেন সেই প্রতীক্ষাতে ছিলেন সকলেই। আবশেষে বুধবার বাড়ির বাইরে বেরোলেন সৌরভ। ফিলেন ‘দাদাগিরি’র সেটে।

প্রসঙ্গত, সৌরভ করোনা আক্রান্ত হওয়ার পর বেশ সমস্যাতেই পড়তে হয়েছিল ‘দাদাগিরি’র প্রযোজক-পরিচালকদের। দু’সপ্তাহ ধরে বন্ধ ছিল শুটিং। কিন্তু বেশ কিছু এপিসোড ব্যাঙ্কিং থাকায় খুব একটা সমস্যা হয়নি এই কদিন। কিন্তু চলতি সপ্তাহেই ব্যাঙ্কিং এপিসোড শেষ হয়ে যেত। কিন্তু তার আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় ফের শুটিংয়ে যোগ দেওয়া স্বস্তি ফিরেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর