কেন্দ্র বাংলার প্রতি বৈষম্যমূলক আচরণ করছে, কেন্দ্রর বিরুদ্ধে তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর - Bangla Hunt

কেন্দ্র বাংলার প্রতি বৈষম্যমূলক আচরণ করছে, কেন্দ্রর বিরুদ্ধে তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

By Bangla Hunt Desk - November 16, 2021

কেন্দ্র বাংলার প্রতি বৈষম্যমূলক আচরণ করছে,কল্যাণীতে বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী অনুষ্ঠানে কেন্দ্রর বিরুদ্ধে তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

কেন্দ্রের নিন্দায় ব্রাত্য। ‘‘এখন সারা ভারতের মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আতঙ্কে, হতাশায় কেন্দ্রের বিজেপি সরকার বাংলার প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে। বিজেপি-শাসিত রাজ্য বেশি পাচ্ছে, অথচ বাংলাকে দেওয়া হচ্ছে না। কারণ ভারতের মুখ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী। তাঁকে যেনতেন প্রকারে ঠেকাতে চাইছে বিজেপি।’’ কল্যাণীর পাঁচের পল্লিতে বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী অনুষ্ঠানে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তীব্র তোপ দাগলেন যোগী সরকার এবং অন্য বিজেপি-শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে। বললেন, ‘‘ত্রিপুরায় গণতন্ত্র নেই, উন্নয়ন নেই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যখন যাচ্ছেন, তাঁদের উপর আক্রমণ হচ্ছে। মিথ্যা মামলা করা হচ্ছে।’’ ছিলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রত্না ঘোষ কর, তাপস মণ্ডল প্রমুখ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর