কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিত ও দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন করে ধিক্কার মিছিল করলো শ্রমিক-কৃষক ক্ষেতমজুর সংগঠন - Bangla Hunt

কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিত ও দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন করে ধিক্কার মিছিল করলো শ্রমিক-কৃষক ক্ষেতমজুর সংগঠন

By Bangla Hunt Desk - December 03, 2020

মালদা: কৃষকদের কৃষি আইন বাতিলের দাবি এবং দিল্লিতে কৃষক আন্দোলন কে সমর্থন করে মালদা জেলার সাথে সাথে কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি চৌরঙ্গী এলাকায় ধিক্কার মিছিল করল শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠন। মিছিল মোথাবাড়ি এলাকায় পরিক্রমা করে মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে পথ অবোধ করে প্রায় ঘন্টা খানেক চলে অবোধ। কৃষকদের কৃষি আইন বিল বাতিলের দাবি তুলে বিক্ষোভ মিছিল করতে থাকে। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং অবরোধ উঠে যায়। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন, কালিয়াচক২ ব্লকের এরিয়া কমিটির সম্পাদক কমরেড, স্বপন কুমার ঘোষ, কালিয়াচক ২নম্বর ব্লকের এরিয়া কমিটির সদস্য মজিবুর রহমান, কালিয়াচক২নম্বর ব্লকের DYFI লোকাল কমিটির সম্পাদক কমরেড আসরাউল হক সহ সংগঠনে কর্মিরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর