কৃষি আইন বাতিল না করলে পদত্যাগ করুক প্রধানমন্ত্রী, বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী - Bangla Hunt

কৃষি আইন বাতিল না করলে পদত্যাগ করুক প্রধানমন্ত্রী, বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী

By Bangla Hunt Desk - January 28, 2021

বাংলা হান্ট ডেস্ক ; কৃষি আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিধানসভায় তুমুল হট্টগোল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পদত্যাগ দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।

বৃহস্পতিবার কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে বিধানসভায় সরকারের তরফ থেকে একটি প্রস্তাব আনেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আইন বাতিল না করলে পদত্যাগ করে সরকার। কৃষি আইন প্রস্তাবে আমাদের মধ্যে আদর্শগত মতবিরোধ থাকতে পারে, কিন্তু চাষীদের স্বার্থে আসুন এই প্রস্তাবকে সমর্থন করি”। বাম কংগ্রেসের কাছে বিধানসভায় এই আবেদন রাখেন মুখ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘আন্দোলনকারী কৃষকদের দেশদ্রোহী আখ্যা দিলে মানবো না। দিল্লির ঘটনার জন্য পুলিশই দায়ী। কৃষকরা লালকেল্লা দখল করতে গিয়েছিল এটা মানি না। কৃষকরা দিনের-পর-দিন কষ্টের মধ্যে দিয়ে আন্দোলন করছে। পুলিশের অনুমতি নিয়েই তারা দিল্লি অভিযান করেছে। সেই কৃষকদের দেশদ্রোহী খালিস্তানি বলার নিন্দা করছি। কৃষকদের দেশদ্রোহী আখ্যা দিলে দেশের মানুষ রুখে দাঁড়ান। এই তিনটি বিল প্রত্যাহার করুন প্রধানমন্ত্রী। এই ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকুক প্রধানমন্ত্রী। আর আইন বাতিল না করলে পদত্যাগ করুক সরকার’।

গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কৃষক আন্দোলন নিয়ে দিল্লিতে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য এই জোরালো দাবি মুখ্যমন্ত্রীর। তাই এদিন কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবি জানায় রাজ্য সরকার। যদিও মমতার বক্তৃতা চলাকালীন বিজেপি বিধায়করা প্রথমে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং পরে ওয়াক আউট করেন। এদিকে বিধানসভার ভিতরে ফের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন দলের আর এক বিধায়ক মনোজ টিগ্গা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর