এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়, জানালেন জেপি নাড্ডা - Bangla Hunt

এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়, জানালেন জেপি নাড্ডা

By Bangla Hunt Desk - July 16, 2022

মোদির চমক, এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়। বিজেপির সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত। ‘কৃষক-পুত্র জগদীপ ধনকড় এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’। জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘‘বিজেপি এবং এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কিসানপুত্র জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করছি। আশা করছি, দলমত নির্বিশেষে সবাই তাঁকে সমর্থন করবেন।’’

সূত্রের খবর, বিজেপির সদর দফতরে সংসদীয় দলের বৈঠকে ধনখড়ের নামে চূড়ান্ত সিলমোহর পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য নিতিন গডকড়ী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার পরই টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, সংবিধানের উপর শ্রী জগদীপ ধনখড়ের অসাধারণ জ্ঞান রয়েছে। আইনপরিষদের কাজকর্ম সম্পর্কেও তিনি ওয়াকিবহাল। আমি নিশ্চিত তিনি রাজ্যসভার অসামান্য চেয়ারম্য়ান হবেন। জাতীয় উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি গাইড করবেন।

অপর একটি টুইটও করেছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী লিখেছেন, কৃষক সন্তান জগদীপ ধনখড়জি তাঁর নম্রতার জন্য পরিচিত। আইন পেশায়, জনপ্রতিনিধি হিসাবেও তাঁর কৃতিত্ব রয়েছে। তিনি সবসময় কৃষক, যুব, মহিলা ও প্রান্তিক মানুষদের জন্য় কাজ করেছেন। তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী হওয়ায় আমি খুশি।

আরো পড়ুন- Kerala: দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের বিনামূল্যে ইন্টারনেট, দৃষ্টান্ত কেরল সরকারের

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মোদী খুশি হলেও তৃণমূলের অস্বস্তি যে বেড়েছে তা বলাই বাহুল্য। তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ২১শে জুলাইয়ের পরে যা বলার বলা হবে। সেটি খোদ তৃণমূল নেত্রীই বলবেন সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তৃণমূল নেতৃত্ব এনিয়ে বিশেষ মুখ খুলতে চাইছেন না। রাষ্ট্রপতি পদের পরে এবার উপরাষ্ট্রপতি পদ নিয়ে চরম অস্বস্তি ঘাসফুল শিবিরে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর