কাশ্মীরে ফের জঙ্গি হামলা। শহীদ হলেন এক স্পেশাল অফিসার - Bangla Hunt

কাশ্মীরে ফের জঙ্গি হামলা। শহীদ হলেন এক স্পেশাল অফিসার

By Bangla Hunt Desk - April 13, 2020

বিশ্বজুড়ে করোনা মহামারী রূপ নিয়েছে। সারা বিশ্ব যখন করোনার আতঙ্কে আতঙ্কিত ঠিক সেই সময়ও পাকিস্তান পেছন থেকে সন্ত্রাসবাদীদের মদত দিয়ে যাচ্ছে। করোনা আবহার মধ্যেই পাকিস্তান LOC দিয়ে সন্ত্রাসবাদীদের ভারতে প্রবেশ করছে। আজও জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে হামলা চালাল সন্ত্রাসবাদীরা। এই হামলায় শহীদ হন এক স্পেশাল পুলিশ অফিসার।

আজ জম্বু কাশ্মীরের কিশতওয়ারের হামলা চালাল সন্ত্রাসবাদীরা। এই হামলায় শহীদ হন খুরশিদ ইকবাল নামে এক স্পেশাল পুলিশ অফিসার। আহত হয়েছেন আরো একজন।

জম্বু কাশ্মীর পুলিশ সূত্রে খবর সোমবার দুপুরে কিশতওয়ারে দাচানের প্রত্যন্ত গ্রাম তান্দারে এই ঘটনা ঘটেছে। কর্তব্যরত পুলিশ অফিসারকে দেখেই জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে শহীদ হয়েছেন জম্বু কাশ্মীরের স্পেশাল অফিসার খুরশিদ ইকবাল এবং গুরুতর আহত অবস্থায় আরেক পুলিশ অফিসার বিশাল সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তব্যরত পুলিশ আধিকারিকরা জানান সন্ত্রাসবাদীরা ওই দুই পুলিশ অফিসারের সার্ভিস রাইফেল নিয়ে পালায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। গোটা এলাকা সিল করে দিয়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। পুলিশ অফিসারদের ধারণা সন্ত্রাসবাদীরা আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছেন। তবে তাদের খোঁজ চলছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর