কাল থেকে আগামী দু-সপ্তাহ রাজ্য প্রায় লকডাউন। বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস - Bangla Hunt

কাল থেকে আগামী দু-সপ্তাহ রাজ্য প্রায় লকডাউন। বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস

By Bangla Hunt Desk - May 15, 2021

বাংলা হান্ট ডেক্সঃ কাল থেকে ৩০ মে পর্যন্ত রাজ্য প্রায় লকডাউন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আগামিকাল, রবিবার থেকে ফের আরও এক দফা কড়া বিধিনিষেধ জারি হচ্ছে রাজ্যে ৷ রবিবার ভোর ৬টা থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া রাজ্যের সমস্ত সরকারি- বেসরকারি অফিস বন্ধ থাকবে৷ এর পাশাপাশি বন্ধ করা হচ্ছে আন্তঃরাজ্য বাস পরিষেবা৷ বন্ধ থাকবে ফেরি পরিষেবা৷ আজ সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷

আরো পড়ুন- করোনায় প্রয়াত হলেন মুখ্যমন্ত্রীর ভাই, শোকাস্তব্ধ গোটা পরিবার

কাল থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধ। সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে। মুদি দোকান, বাজার-হাট, দুধ, রুটি, মাছ-মাংস, সব্জির দোকান সকাল ৭-১০ টা অবধি খোলা। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে। ট্যাক্সি বা অটো চলাচল জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে। তবে সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে৷ চালু থাকবে সমস্ত অনলাইন পরিষেবা৷ আজ এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর