কালিয়াগঞ্জকাণ্ডে এসপি ও ডিএমকে নোটিশ পাঠালো জাতীয় তফসিলি কমিশন - Bangla Hunt

কালিয়াগঞ্জকাণ্ডে এসপি ও ডিএমকে নোটিশ পাঠালো জাতীয় তফসিলি কমিশন

By Bangla Hunt Desk - April 27, 2023

নাবালিকাকে ধর্ষণ করে খুন ও বিজেপি কর্মীর মৃত্যু…এই দুই ঘটনাকে ঘিরে ফুঁসছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ (Kaliyaganj)। শুধু তাই নয়, আগামীকাল শুক্রবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। এরই মাঝে এসপি ও ডিএমকে নোটিশ পাঠালো জাতীয় তফসিলি জাতি কমিশন। জানা গিয়েছে, উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রতাপ সিং, উত্তর দিনাজপুরের এসপি সানা আখতার ও জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে আগামী ৫ মে ডেকে পাঠিয়েছে তফশিলি কমিশন। এই বিষয়ে তফশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আগামী ৫ হাজিরা না দিলে এই ৩ জনের বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি করা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর