কাঠের মিলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য নন্দীগ্রামে - Bangla Hunt

কাঠের মিলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য নন্দীগ্রামে

By Bangla Hunt Desk - January 11, 2022

সাত সকালে কাঠের মিলে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের ঠাকুরচক এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ভোরে হঠাৎই ওই মিলে আগুন দেখতে পায়, এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় মিলের মালিক সহ নন্দীগ্রাম থানার পুলিশ ও দমকল কে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট ভাবে জানা যায়নি, তবে এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার কাঠ নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে,তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে লেগেছে এই আগুন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর