কাঁচরাপাড়া ৭ নং ওয়ার্ডের 'মালিবাগানে' বিএসএফ কর্মী করোনা পজিটিভ - Bangla Hunt

কাঁচরাপাড়া ৭ নং ওয়ার্ডের ‘মালিবাগানে’ বিএসএফ কর্মী করোনা পজিটিভ

By Bangla Hunt Desk - June 12, 2020

এবার কাঁচরাপাড়াতে থাবা বসালো করোনা। কাঁচরাপাড়া ৭ নং ওয়ার্ডের মন্ডলবাজার সংলগ্ন ‘মালিবাগান’ এলাকায় এক বিএসএফ কর্মীর করোনা পজেটিভ পাওয়া গেছে।

সূত্রের খবর সংক্রমিত ব্যক্তির নাম টারজান সাউ। বয়স ৩১ বছর। বিএসএফের ১২৩ ব্যাটেলিয়ানের কর্মী তিনি। এই বিএসএফ কর্মী গত ৯ই জুন শিলং থেকে ফ্লাইটে তার নিজের বাড়ি ফেরেন। তারপর ১০ তারিখ কল্যাণীতে ‘কোভিড টেস্ট ল্যাবে’ তার করোনা পরীক্ষা করা হয়। অবশেষে ১১ তারিখ রিপোর্ট পজিটিভ আসে। এদিকে এই সেনা কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার তাকে কলকাতার কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে কাঁচরাপাড়া ২৪ নম্বর ওয়ার্ডেও এক ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া গেছে বলে খবর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর