কাঁচরাপাড়া পৌরসভায় নিয়োগে অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ ওঠা সত্বেও ইন্টারভিউ শুরু হচ্ছে ১৮ই মার্চ - Bangla Hunt

কাঁচরাপাড়া পৌরসভায় নিয়োগে অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ ওঠা সত্বেও ইন্টারভিউ শুরু হচ্ছে ১৮ই মার্চ

By Bangla Hunt Desk - March 17, 2020

অবশেষে কাঁচরাপাড়া পৌরসভায় নিয়োগের ইন্টারভিউ শুরু হচ্ছে ১৮ই মার্চ। মোট সাড়ে তিন হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এরমধ্যে ৩৩২ জন লিখিত পরীক্ষায় সফল হলেও নিয়োগপত্র পাবেন মোট ৬২ জন। পৌরসভার পক্ষ থেকে ৭ ই মার্চ বিকালে ফল ঘোষণা করা হয়েছিল। ফল ঘোষণার পরই কাঁচরাপাড়া পৌরসভার ওয়েবসাইট মারফত তা জানিয়ে দেওয়া হয় এবং পৌরসভার তরফে সফল পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি চিঠিও পাঠানো হয়।

কিছুদিন আগেই কাঁচরাপাড়া পৌরসভায় নিয়োগে অনিয়ম স্বজনপোষণ ও দুর্নীতি নিয়ে একটি অডিও ভাইরাল হয়ে যায়। সেই অডিও তে নিয়োগে দুর্নীতি নিয়ে খোদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছেন কাঁচরাপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান মাখন সিনহা। সেই অডিওতে মাখন সিনাহা সরাসরি চেয়ারম্যান এর বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলেছেন এবং অভিযোগ উঠেছে অসীম চক্রবর্তী, শম্পা শিলের নামে।

সেই অডিওতে কাঁচরাপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান মাখন সিনহা দুঃখ প্রকাশ করে বলছেন “আমি ভাইস চেয়ারম্যান, এর আগেও আমাকে বলেনি, একদম চেপে গেল, এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনাই করলো না, এটা করেছে অসীম আরো চেয়ারম্যান”।

এইদিকে এই অডিওটি ভাইরাল হওয়ার পরেই কাঁচরাপাড়া নিচুস্তরের তৃণমূল কর্মীদের মধ্যে একটি চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছে আমরা সাধারণ কর্মী। আমরা চিরকাল দলের জন্য খেটে যাই, কিন্তু কিছু পাই না। আর আমাদের কথা কেউ শোনাও না। যেখানে ভাইস-চেয়ারম্যান মাখন সিনহার নিজে নিয়োগে দুর্নীতি নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তার কথায় কেউ শুনছে না, সেখানে আমাদের কথা কে শুনবে।
সামনেই পৌরসভা নির্বাচন এখন এই নিয়োগ এর প্রভাব পৌরসভা নির্বাচনে কতটা পরে সেটাই দেখার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর