জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে কাঁচরাপাড়া তৃণমূল নেত্রী আলোর রানীর উদ্যোগে মাক্স বিতরণ - Bangla Hunt

জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে কাঁচরাপাড়া তৃণমূল নেত্রী আলোর রানীর উদ্যোগে মাক্স বিতরণ

By Bangla Hunt Desk - March 19, 2020

দেশে করোণা আতঙ্কে মানুষ আতঙ্কিত। সারা রাজ্য জুড়ে করোনা সংক্রমণ মোকাবেলায় নানা সর্তকতা অবলম্বন করা হয়েছে। করোনা আতঙ্কের জেরে রাজ্যজুড়ে মাক্সের চাহিদাও বেড়েছে কিন্তু প্রয়োজনের তুলনায় মাক্স বাজারে কম থাকায় শুরু হয়েছে কালোবাজারি। আর সেই দিকে লক্ষ্য রেখেই আজ কাঁচরাপাড়ার গান্ধী মোড় অঞ্চলে মাক্স বিলি করলেন বিজপুরের তৃণমূল নেত্রী আলো রানী সরকার।

করোনা আতঙ্কের জেরে জনোস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখেই আজ কাঁচরাপাড়া গান্ধীমোড়ে সাধারণ মানুষের মধ্যে মাক্স বিলি করলেন বিজপুরের তৃণমূল নেত্রী আলো রানী সরকার। এই মাক্স বিলিকে কেন্দ্র করে জনগণের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথচলতি সমস্ত মানুষকে মাক্স পরিয়ে দেন। এই মাক্স বিলিকে কেন্দ্র করে আলো রানী সরকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন “অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তিনি আরো বলেন আমরা নিজেরা যদি একটু সচেতন হই তাহলেই আমরা এই করোনা ভাইরাসের সংক্রমণকে মোকাবেলা করতে পারব। তিনি সাধারণ মানুষকে একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলার কথা বলেন। সব সময় হাত সাবান বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখার কথা বলেন”।

এদিকে আজ নবান্নে মুখ্যমন্ত্রী সমস্ত হাসপাতালে সুপার নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন এবং এই করোনা সংক্রমণ মোকাবেলায় সমস্ত হাসপাতাল গুলোকে তৈরি থাকার কথা বলেন। তিনি বলেন অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কেউ কোনো গুজব ছড়াবেন না। তিনি বলেন রাজ্যের সমস্ত জায়গায় দোকানপাট,বাজার সমস্ত কিছু খোলা থাকবে। রাজ্য সরকার সব সময় পরিস্থিতির ওপর নজর রাখছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর