কাঁচরাপাড়া জ্ঞানমুকুল স্কুল সংলগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ পথে একটি দোকানে ভয়াবহ আগুন - Bangla Hunt

কাঁচরাপাড়া জ্ঞানমুকুল স্কুল সংলগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ পথে একটি দোকানে ভয়াবহ আগুন

By Bangla Hunt Desk - May 26, 2020

কাঁচরাপাড়া জ্ঞানমুকুল স্কুল সংলগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ পথে একটি ঘড়ির দোকানে মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগে। “দত্ত ওয়াচ” নামে এই দোকানটি এলাকার বহু পুরনো ঘড়ির দোকান। জানা গেছে রাত ৯.৩০ নাগাদ দোকানটিতে আগুন লাগে।

লকডাউনের জেরে কাঁচরাপাড়া শহরে সন্ধে ৬ টার মধ্যেই সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। তাই যেই সময় দোকানটিতে আগুন লাগে, সেই সময় দোকানটি বন্ধ ছিল। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিন এসে বন্ধ দোকানের শাটারের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ইলেকট্রিক এর শর্ট সার্কিট থেকেই দোকানে আগুন লাগে। আগুন লাগার ফলে দোকানের প্রায় সমস্ত জিনিসই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর