কলকাতা পুরভোটে সবুজের ঝড়, যে ১০ টি ওর্য়াডে জিতলেন বিরোধীরা - Bangla Hunt

কলকাতা পুরভোটে সবুজের ঝড়, যে ১০ টি ওর্য়াডে জিতলেন বিরোধীরা

By Bangla Hunt Desk - December 21, 2021

বাংলা হান্ট ডেক্সঃ কলকাতা পুরভোটে সবুজের ঝড়। ছোটলাল বাড়ি দখলের প্রত্যাশামতোই বিপুল ভোটে জিতেছেন তৃণমূলের প্রার্থীরা। কলকাতা পুরসভার (Kolkata Municipality) কার্যত ৯০ শতাংশ আসনই গিয়েছে ঘাসফুল শিবিরের ঝুলিতে। জয় ও এগিয়ে থাকার ভিত্তিতে সংখ্যাটা ১৩৪। অর্থাৎ বিরোধীরা মিলিতভাবে সর্বসাকুল্যে জিততে পেরেছে মাত্র ১০টি ওয়ার্ডে। বিজেপি (BJP) ৩ টি, বাম শিবির (Left) ও কংগ্রেস (Congress) ২টি করে ওয়ার্ড এবং নির্দলরা (Independent Candidate) জিতেছেন ৩ টি ওয়ার্ডে।

আরো পড়ুন- বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা পুরভোট নিয়ে বিরোধীদের তোপ মমতার

কলকাতায় পুরভোটের ফলাফল জানান দিচ্ছে কলকাতা কার্যত সবুজের ঝড়। ফের নতুন পুরবোর্ড গড়বে শাসক শিবির। মঙ্গলবার বেলা গড়াতেই এই ফলাফলের ট্রেন্ড স্পষ্ট হয়ে যায়। হেভিওয়েট প্রার্থী – দেবাশিস কুমার, মালা সাহা, ফিরহাদ হাকিমরা জিততেই উচ্ছ্বাসে মাতলেন দলীয় সমর্থকরা। দলীয় পতাকা, সবুজ আবির, ফুল-মালা নিয়ে শুরু হয়ে যায় বিজয়োৎসব। এরপর দুপুরে কামাখ্যার উদ্দেশে রওনা হওয়ার আগে বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  জয়ের জন্য তিনি কলকাতাবাসীকে কৃতজ্ঞতা জানান।

কলকাতা পুরভোটে সবুজের ঝড়

মমতা বলেন, ”কলকাতার নাগরিকবৃন্দ যেভাবে ভোটে আমাদের সমর্থন করেছেন, মা-মাটি-মানুষকে, আমার ভাই- বোনেদের প্রণাম, অভিনন্দন, সালাম জানাই। আমি মনে করি, এই নির্বাচনটা হয়েছে গণ উৎসবে গণতন্ত্রের জয়। ভোটটাই হয়েছে উৎসবের মতো করে। এটাই মানুষ সবথেকে বেশি গণতন্ত্রে আশা করে। আমি যেহেতু আজ কামাখ্যায় যাচ্ছি, যাওয়ার আগে যতটা পারলাম দেখা করে গেলাম। আপনাদের জানিয়ে গেলাম আমরা মা-মাটি-মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ। মা-মাটি-মানুষ আমাদের যত সমর্থন দেবেন, আমরা তা আরও নত মস্তিষ্কে আরও বেশি করে কাজ করব। কলকাতা আমাদের গর্ব। বাংলা আমাদের গর্ব। কলকাতা এবং বাংলাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি।”

প্রসঙ্গত, বিজেপি কলকাতা পুরভোটে জিতেছে ২২, ২৩ ও ৫০ নম্বর ওয়ার্ডে। ২২ নম্বর ওয়ার্ডে এই নিয়ে টানা ষষ্ঠবার জিতলেন বিজেপির মীনাদেবী পুরোহিত। তাঁর জয়ের ব্যবধান  পাশাপাশি তৃতীয়বার ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিজয় ওঝা। জয়ের হ্যাটট্রিক করলেন তিনি। আর ৫০ নম্বর ওয়ার্ডে জিতেছেন সজল ঘোষ। ১ হাজার ৯৩ ভোটে জিতেছেন তিনি।

বামফ্রন্ট জিতেছে ৯২ ও ১০৩ নম্বর ওয়ার্ডে। ৯২ নম্বর ওয়ার্ডে প্রায় ৩ হাজার ৪০০ ভোটে জিতেছেন সিপিআই প্রার্থী মধুছন্দা দেব। আর ১০৩ নম্বর ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৯২ ভোটে জিতেছেন সিপিএমের নন্দিতা রায়।

এদিকে, ৪৫ ও ১৩৭ নম্বর ওয়ার্ডে জিততে পেরেছে কংগ্রেস। নিজের গড় ধরে রেখে ৪৫ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৯৫৬ ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। ১৩৭ নম্বর ওয়ার্ডে জিতেছেন কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি।

পাশাপাশি এবারের পুরভোটে তিনটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। ৪৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন আয়েশা কানিজ, ১৩৫ নম্বর ওয়ার্ডে জিতেছেন রুবিনা নাজ আর ১৪১ নম্বর ওয়ার্ডে জিতেছেন পূর্বাশা নস্কর।

একঝলকে দেখে নিন কলকাতা পুরভোটে কোন ওয়ার্ডে কারা জিতলেন,

৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার

৯৬ ওয়ার্ডে জিতলেন বসুন্ধরা গোস্বামী

১০৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুশান্ত কুমার ঘোষ

১০৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের লিপিকা মান্না

১০১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত

৮৬ নম্বর ওয়ার্ডে জিতেছেন সৌরভ বসু

৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী মালা রায়

১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক

১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমিত সিংহ

১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কাকলি বাগ

৫১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার

৪২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মহেশ শর্মা

২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী

৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়

৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শাম্মি জাহান বেগম

১১৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কৃষ্ণা সিংহ

১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের তারক সিংহ

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর