কলকাতা পুরভোটে চাই কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম কোর্টে গেল BJP - Bangla Hunt

কলকাতা পুরভোটে চাই কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম কোর্টে গেল BJP

By Bangla Hunt Desk - December 04, 2021

কলকাতা পুরভোটে চাই কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি। আগে থেকেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল বিজেপি। যদিও পুরভোটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এখনও অবস্থান স্পষ্ট করেনি।

বৃহস্পতিবার দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এক সাংবাদিক বৈঠকে বলেন, “আগেই আমরা রাজ্যপাল এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করার দাবি জানিয়েছিলাম। এবার আমরা সুপ্রিম কোর্টের কাছে সেই একই আবেদন করেছি। সুপ্রিম কোর্টের তরফ থেকে যাতে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করার নির্দেশ দেওয়া হয় সেই উদ্দেশ্যেই আমাদের এই আবেদন।”

প্রসঙ্গত, ডিসেম্বরের ১৯ তারিখ হতে চলেছে কলকাতা পুরভোট। মোট ১৪৪টি ওয়ার্ডেই ১৯ তারিখ পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভোটগনণা হবে খুব সম্ভবত ২১ তারিখ। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১লা ডিসেম্বর চলে গিয়েছে। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৪ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল। এর আগে বাহিনী সম্পর্কে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশন জানিয়েছিল, বাহিনী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডিজির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। মোট বুথ ৪,৭৪২টি। মোট ভোটারের সংখ্যা ৪০ লাখ। কলকাতা পুরভোট হবে ইভিএমে।

যদিও এর আগেও পুরভোট ইস্যুতে বিজেপি ক্ষোভ প্রকাশ করেছিল। রাজ্যের সব পুরসভার পুরভোট একসঙ্গে চেয়েছিল বিজেপি। যদিও পরে দেখা যায় শুধুমাত্র কলকাতা পুরভোটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরে এই ইস্যুতে হাইকোর্টেও যায় গেরুয়া শিবির। শুধুমাত্র কলকাতায় পুরভোট করানো নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষও করে বিজেপি। বিজেপির দিলীপ ঘোষ থেকে শুরু করে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রত্যেকেই এই ইস্যুতে সুর চড়িয়েছিল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর