কলকাতায় গত ১০ দিনে কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল তিনগুণ! - Bangla Hunt

কলকাতায় গত ১০ দিনে কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল তিনগুণ!

By Bangla Hunt Desk - June 12, 2020

সারাদেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জুন মাসের প্রথমে পশ্চিমবঙ্গে মোট কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৮৪৪ টি। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১,৮০৬। কনটেনমেন্ট জোনের সংখ্যা গত ১০ দিনে দ্বিগুণের বেশি বেড়েছে। কলকাতায় রাজ্যের মোট কনটেনমেন্ট জোনের প্রায় ৬০ শতাংশ। সেখানে দেখা যাচ্ছে কলকাতায় জুনের প্রথম ১০ দিনে কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। আগের ৩৫১ থেকে বেড়ে এখন তা হয়েছে ১,০০৯ টি।

রাজ্যের গ্রিন জোনে থাকা পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলা গুলিতেও বেড়েছে কনটেনমেন্ট জোনের সংখ্যা। খবর সূত্রে, উত্তর ২৪ পরগণায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২১৯ হয়েছে।

কলকাতা পুরসভার নীতি বদলের জন্যই কলকাতায় করোনা সংক্রমণ ও কনটেনমেন্ট বৃদ্ধির হয়েছে বলে দাবি করছে রাজ্যের বিরোধী দল গুলি। অন্যদিকে দিকে রাজ্য বিজেপি করোনা নিয়ে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করে যাচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর