করোনা-সহ একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারকে তোপ কংগ্রেসের, বৈঠক বসছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি - Bangla Hunt

করোনা-সহ একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারকে তোপ কংগ্রেসের, বৈঠক বসছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি

By Bangla Hunt Desk - June 16, 2020

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, আগামী ২৩ জুন সাড়ে ১০টার সময় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় সরকার বর্তমান করোনা সহ নানা পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পুরোপুরি ব্যর্থ তা জনগণের সামনে নিয়ে আসার জন্য সবার সঙ্গে আলোচনা করা হবে। নেপালের সঙ্গে ভারতের কেন দূরত্ব তৈরি হলো তাও আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকবে।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্ব এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হবে। এই বৈঠকে সমস্ত ওয়ার্কিং কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন সমস্ত কংগ্রেসী সাংসদ, কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও বিশেষ আমন্ত্রিত ব্যক্তিত্বরা।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলছে। কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র সরকার পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে প্রতিনিয়ত পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে এবং ভারত-চিন সীমান্তে বাড়ছে উত্তেজনা। এইসব বিষয় নিয়ে দেশজুড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে চাইছে কংগ্রেস। আর তার জন্যই আগামী ২৩ শে জুন জরুরি বৈঠক ডেকেছে জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর