করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরল অশোক ভট্টাচার্য! - Bangla Hunt

করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরল অশোক ভট্টাচার্য!

By Bangla Hunt Desk - July 06, 2020

শিলিগুড়ি : করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফিরলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। নানা সময় নানা নির্বাচনে জয়ী হয়ে রেকর্ড গড়েন সিপিএমের এই দাপুটে নেতা অশোক ভট্টাচার্য। এবার করোনা ভাইরাসকে হারিয়ে জীবন যুদ্ধে জয়ী হলেন অশোক ভট্টাচার্য। কয়েকদিন আগে তিনি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে শিলিগুড়ি মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি ছিলেন ।

দীর্ঘ ২১ দিন ধরে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে সোমবার বাড়ি ফিরে এলেন তিনি। এদিন সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পর নার্সিংহোমে ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীরা তাকে পুস্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান। পরে বাড়ি ফেরার পথে শিলিগুড়ি হিলকার্ট রোডের সিপিআইএম পার্টি অফিস অনিল বিশ্বাস ভবনের সামনে পুস্প বৃষ্টি করে তাকে অভ্যর্থনা জানান দলীয় কর্মীরা। তারপর বাড়ি গেলে সেখানেও বাড়ির সামনে পুস্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় এলাকাবাসীরা। অশোক ভট্টাচার্য জানায়, “করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে গেলে মনে সাহস রাখতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে।”

অশোক ভট্টাচার্য শিলিগুড়িতে করোনা চিক্যিসা ব্যবস্থার সুনামও করেছেন। এদিন জীবন যুদ্ধে জয়ী অশোক ভট্টাচার্যকে দেখে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় সিপিআইএম কর্মীদের মধ্যে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর