করোনা মোকাবেলায় বাংলাকে আরো ৯২৩ কোটি টাকা দিল মোদি সরকার! দু'সপ্তাহে মোট দিল ২০০০ কোটি - Bangla Hunt

করোনা মোকাবেলায় বাংলাকে আরো ৯২৩ কোটি টাকা দিল মোদি সরকার! দু’সপ্তাহে মোট দিল ২০০০ কোটি

By Bangla Hunt Desk - April 03, 2020

করোনা মোকাবেলায় আবার বাংলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্র। জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আগেই বাংলাকে দিয়েছিল ১১০০ কোটি। শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে বাংলাকে দেওয়া হবে আরো ৯২৩ কোটি টাকা।

করোনাভাইরাস মোকাবিলায় এবার রাজ্যগুলির উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলো মোদি সরকার। জাতীয় বিপর্যয় মোকাবেলা তহবিল থেকে রাজ্যগুলির জন্য বরাদ্দ হলো মোট ১১,০৬৭ কোটি টাকা, এর মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ৫০৫.৫ কোটি টাকা। এছাড়া রাজস্ব ঘাটতি পুনর্মূল্যায়ন বাবদ কেন্দ্রের কাছ থেকে আরও ৪১৮ কোটি টাকা পেতে চলেছে রাজ্য। সবমিলিয়ে রাজ্যের আসতে চলেছে ৯২৩ কোটি টাকা। সবমিলিয়ে দুসপ্তাহে মোট কেন্দ্র থেকে রাজ্যের কোষাগারে এলো ২০০০ কোটি টাকারও বেশি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর