করোনা ভাইরাস মোকাবিলায়, সচেতনতা বাড়াতে দমকলকর্মীরা এখন এলাকার হিরো - Bangla Hunt

করোনা ভাইরাস মোকাবিলায়, সচেতনতা বাড়াতে দমকলকর্মীরা এখন এলাকার হিরো

By Bangla Hunt Desk - March 27, 2020

করোনা বিরোধী যুদ্ধে লকডাউনই সরকারের হাতিয়ার। লকডাউনে মানুষকে গৃহবন্দী রাখতে সচেতনার প্রচারই সবচেয়ে গুরুত্বপূর্ন কাজ। আর মালদহে শুক্রবার দিনরাত এই কাজ করে চলেছেন দমকল বিভাগের কর্মীরা। মোটরবাইকে চেপে শহর ও শহরতলীতে ঘুরে বেড়িয়ে মানুষকে সচেতন করার শপথ নিয়েছেন ওঁরা। মালদহে করোনা বিরোধী লড়াই এ দমকল বিভাগের কর্মীরা অন্যতম হিরো।

লকডাউন পরিস্থিতিতে মাঝে মধ্যেই সাইরেনের শব্দ শুনতে পাচ্ছেন মালদহের মানুষ। নিস্তব্ধতা ভেঙে এগিয়ে আসছেন ওরা। মোটরবাইকে সওয়ার মালদা দমকল বিভাগের কর্মীরা। সারাবছর কোথাও অগ্নিকাণ্ড হলে সক্রিয় হতে দেখা যায় তাঁদের। যুদ্ধকালিন পরিস্থিতিতে সমস্যা মোকাবিলা করা তাঁদের স্বভাবজাত দক্ষতা। তাই গোটা দেশ যখন করোনা যুদ্ধে অবতীর্ন হয়েছে তখন এরাই অন্যতম। দপ্তরের মোটরবাইকে হ্যাণ্ড মাইক ঝুলিয়ে সঙ্গে অগ্নি নির্বাপন আর জরুরী প্রয়োজনের জিনিসপত্র নিয়ে মালদহের দমকল বিভাগের কর্মীরা। সকাল থেকে বেড়িয়ে পড়ছেন বিভিন্ন বাজার,গুরুত্বপূর্ন রাস্তার মোড় আর পাড়া মহল্লায়। বিভিন্ন এলাকায় দাড়িয়ে প্রচার করছেন করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি। একই সঙ্গে গুজব না ছড়ানো বা গুজবে কান না দেওয়ার বার্তাও দেওয়া হচ্ছে। অনবরত প্রচার করা হচ্ছে সরকারের করোনা সংক্রান্ত হেলপ্লাইন লাইন নম্বর ।

দিনের বেলা বাজার বা লোকালয় গুলিতে প্রচারে জোর দেওয়া হচ্ছে। আর রাত হলে শহরের গলি থেকে রাজপথ সমানে চলছে এভাবেই সচেতনতার প্রচার। দমকল বিভাগের কর্মীদের এভাবে রাস্তায় নেমে সামাজিক কর্তব্য পালনে এগিয়ে আসতে দেখে খুশী মালদা শহর বাসী। তাঁদের
এই পরিষেবার তারিফ করছেন সকলেই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর