করোনা ভাইরাস মোকাবিলায় টুইট ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির! - Bangla Hunt

করোনা ভাইরাস মোকাবিলায় টুইট ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির!

By Bangla Hunt Desk - March 14, 2020

করোনা ভাইরাসের আতঙ্কে এখন পুরো পৃথিবীজুড়ে। এরই মাঝে বিশ্ব সংবাদ সংস্থা WHO করোনাভাইরাস নিয়োগের সর্তকতা জারি করেছে। পৃথিবীর প্রায় ৯৫ টির বেশি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে প্রকোপে মৃতের সংখ্যা ৫০০০ হাজারের অধিক আর আর আক্রান্তের সংখ্যা এখন ১,০০,০০০ লাখেরও বেশি।

ভারত এই পর্যন্ত করানো ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১ জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন সুস্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতের কেন্দ্র সরকার ও প্রতিটি রাজ্য সরকার এই ভাইরাস মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।এখনো পর্যন্ত করানো ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরলে।কেরল সরকার কোন ভাইরাস নিয়ে বাড়তি সর্তকতা জারি করেছে।

বিসিসিআই সামনে ভারতে অনুষ্ঠিত আইপিএল ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল ম্যাচ ২৯ শে মার্চের বদলে ১৫ এপ্রিল পিছিয়ে দেওয়া পর্যন্ত হয়েছে। তার সাথে বিসিসিআই ,ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুটি ম্যাচ বাতিল করা দেয়।

এরই মাঝে ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি আজ টুইট করে দেশবাসীকে করোনাভাইরাস থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি টুইটে লিখেছেন,”আসুন আমরা দৃঢ় থাকি এবং সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে COVID19 প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করি। নিরাপদে থাকুন, সজাগ থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভাল। দয়া করে সবাই কেয়ার করুন।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর