করোনা ভাইরাস এর হানা এবার গোয়াতে! ৩ জনের শরীরে মিলল ভাইরাসে সংক্রমণ - Bangla Hunt

করোনা ভাইরাস এর হানা এবার গোয়াতে! ৩ জনের শরীরে মিলল ভাইরাসে সংক্রমণ

By Bangla Hunt Desk - March 26, 2020

দীর্ঘদিন ধরে ভারতের পর্যটন নগরী গোয়া করোনা ভাইরাস থেকে মুক্ত থাকলেও শেষ রক্ষা হলো না।
গোয়াতে এই মরণ ভাইরাসের দ্বারা সংক্রমিত ৩ জন ব্যক্তি পাওয়া গেলো।

সূত্র থেকে জানা যায় , আক্রান্ত তিনজন ব্যক্তিই বিদেশ ফেরত। তাদের মধ্যে একজন আমেরিকা ও বাকি দুই জন স্পেন ও অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে ছিলো। আক্রান্ত এই তিনজনকে গোয়ার মেডিকেল কলেজে আইসোলেশন রাখা হয়েছে। তাদের তিনজনের অবস্থা স্থিতিশীল।

গোয়া প্রশাসন,আক্রান্ত এই ৩ জন ব্যক্তির সংস্পর্শে কারা কারা এসেছিল তাদের হদিশ করছে। সংক্রমিত এই ৩ জন ব্যক্তির থেকে তাদের পরিবারের অন্যান্য সদস্যরা সংক্রমিত হয়েছে কিনা তা জানার চেষ্টা করছে প্রশাসন।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত টুইটের মাধ্যমে বিষয়টি জানান এবং সংক্রামিত ব্যক্তিদের বেস্ট ফ্যাসিলিটি দেওয়ার কথা ঘোষণা করেন। এখনো পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫০ জন এবং মৃতের সংখ্যা ১৫ । দেশের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর