করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল - Bangla Hunt

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

By Bangla Hunt Desk - April 22, 2020

শিলিগুড়ি ২২ এপ্রিল; জল্পনা উড়িয়ে শেষমেষ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গ যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে গিয়ে উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি খতিয়ে দেখবেন তারা। সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। করোনা মোকাবেলায় রাজ্য প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে তা খতিয়ে দেখবেন। প্রয়োজনে করোনা মোকাবেলায় কি কি করতে হবে সেই মতামত দেবেন তারা।

করোনা মোকাবিলায় লকডাউন কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখতে সোমবার কেন্দ্রীয় সরকারের পাঁচ প্রতিনিধি দল উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন। বুধবার রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন তারা।

এদিন এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ন রানিডাঙা হেড কোয়ার্টারে এই বিষয়ে জলপাইগুড়ির বিভিগীয় কমিশনার অজিতরঞ্জন বর্ধনের সঙ্গে বৈঠক করা হয়।

বৈঠক শেষ হওয়ার পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্য জানান, ‘কোথায় কোথায় কোয়ারান্টিন সেন্টার করা হয়েছে, আইসোলেশনে কয়টি শয্যা করা হয়েছে, কোন কোন এলাকা সিল করা হয়েছে এই সমস্ত বিষয়ে এদিন আলোচনা করা হয়। পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির বাজারের অবস্থা তথা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।’

এদিকে গত সোমবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব বিনীত যোশীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বাগডোগরা বিমানবন্দরে করে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ন রানিডাঙা হেড কোয়ার্টারে পৌঁছেছেন। গতকাল তাদের পরিদর্শনের কথা থাকলেও বের হননি তারা। এদিন সমস্ত বিষয় নিয়ে বৈঠক করা হয়।

অপরদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের ওই সদস্য আরও জানান ‘লকডাউন নিয়ে প্রশাসনের কাছে কী রিপোর্ট রয়েছে তা ডিভিশনাল কমিশনারের কাছে জানতে চাওয়া হয়েছে। সব বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। ডিভিশনাল কমিশনার সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছেন। জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিংয়ের রিপোর্ট নেওয়ার জন্য সেখানকার জেলাশাসক, পুলিশ সুপারের পাশাপাশি শিলিগুড়ির পরিস্থিতি জানতে শিলিগুড়ি পুলিশ কমিশনারকেও ডাকা হয়েছে। তাদের কাছ থেকেও সমস্ত রিপোর্ট নেওয়া হবে।’ আগামীকাল তারা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর