করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোয়, এক যুবককে আটক করল পুলিশ - Bangla Hunt

করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোয়, এক যুবককে আটক করল পুলিশ

By Bangla Hunt Desk - April 05, 2020

বালুরঘাট ৫ মার্চ ; করোনা নিয়ে সোসাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে এক যুবক কে আটক করলো বালুরঘাট থানার পুলিশ।
সাগর কুন্ডু নামে বালুরঘাট শহরের টাউনক্লাব পাড়ার বাসিন্দা। সোসাল মিডিয়ায় করোনা নিয়ে তার মিথ্যে তথ্য দেওয়া পোস্ট কে ঘিরে চঞ্চল্য ছড়ালে পরেই জেলা প্রশাসনের বিষয়টি নজরে আসে। তার পরেই পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে বালুরঘাট থানায় নিয়ে আসে বলে পুলিশ সুত্রে জানা গেছে। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে সে রকম কিছু পেলে তাকে গ্রেফতার করা হলেও হতে পারে বলে জানিয়েছে থানার উচ্চপদস্থ অফিসাররা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর