'করোনা চলে গিয়েছে' বিজেপির মিটিং মিছিল রুখতে লকডাউন করছেন দিদিমণি, বললেন দিলীপ ঘোষ - Bangla Hunt

‘করোনা চলে গিয়েছে’ বিজেপির মিটিং মিছিল রুখতে লকডাউন করছেন দিদিমণি, বললেন দিলীপ ঘোষ

By Bangla Hunt Desk - September 11, 2020

বাংলা হান্ট ডেস্ক ; দৈনিক করোনা সংক্রমনের যখন বিশ্বরেকর্ড গড়ছে ভারত, ভারতে দৈনিক সংক্রমণের হার যখন ১ লক্ষের কাছাকাছি, ঠিক তখনই বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বললেন ‘করোনা চলে গিয়েছে’ শুধু শুধু ঢং করে লকডাউন করছে দিদিমণি।

কয়েক মাস পরেই বিধানসভা ভোট, তাই করোনা পরিস্থিতির মধ্যেও জোরকদমে প্রস্তুতি কর্মসূচি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। শাসক-বিরোধী সব দলেই জমায়েত করার অভিযোগ উঠেছে। কিন্তু এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ‘করোনা চলে গিয়েছে’ বলে দাবি করেন নি।

আরো পড়ুন – ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬ হাজার ৫৫১, দৈনিক সংক্রমণে বিশ্বরেকর্ড ভারতের

এদিন হুগলির ধনেখালিতে একটি সভা করে বিজেপি। সেই সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন ‘করোনা চলে গিয়েছে, তা সত্বেও দিদিমণি শুধু ঢং ঢং করে লকডাউন করছেন। এর উদ্দেশ্য হল বিজেপি যাতে মিছিল না করতে পারে। কিন্তু আমরা মিছিল করবই। আমরা যেখানে বেরোবো সেখানেই মিছিল হবে। কারো ক্ষমতা নেই আমাদের আটকায়। আমাদের মিটিং দেখেই দিদিমনির ভাইদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই শরীর খারাপ করোনার জন্য নয়, বিজেপির জন্য হয়েছে’।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৩ হাজারের বেশী। এখনো পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৩৬১ জন। মৃত্যু হয়েছে মোট ৩,৭৭০ জনের। ফলে এই পরিস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিভাবে বলতে পারলেন ‘করোনা চলে গিয়েছে’ তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর