করোনা কোপ! কেন্দ্র সরকারি কর্মীদের বেতনে কাটছাঁট, বাতিল মহার্ঘ্য ভাতা বৃদ্ধিও - Bangla Hunt

করোনা কোপ! কেন্দ্র সরকারি কর্মীদের বেতনে কাটছাঁট, বাতিল মহার্ঘ্য ভাতা বৃদ্ধিও

By Bangla Hunt Desk - April 18, 2020

করোনা মোকাবিলায় এবার বড়োসড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সাংসদ, মন্ত্রীদের পর এবার কোপ পরলো কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ওপর। মার্চ মাস থেকে আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় সরকারের কর্মীদের একদিনের বেতন যাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। আর বছরে দুবার ডিএ বৃদ্ধিও আপাতত স্থগিত থাকছে পেনশনভোগীদের জন্য। কেন্দ্র সরকারের তরফে এমনি নির্দেশিকা জারি করা হয়েছে।

করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে। কিন্তু দেশজুড়ে এতদিন লকডাউন চলার ফলে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। মহামারীর দাপটে কেন্দ্রীয় রাজকোষে চাপ বেড়েছে। লকডাউন এর ফলে শিল্প বন্ধ, বাণিজ্য বন্ধ। ফলে আয়ের রাস্তাও আপাতত বন্ধ। সবমিলিয়ে এই বিপুল চাপ সামলাতে কেন্দ্র, সরকারি কর্মচারীদের বেতনে কাটঁছাটের সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রের তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তাদের মাসিক বেতন থেকে একদিনের অর্থ দিতে হবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। চলতি মাস থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসেই তাদের একদিনের বেতন দিতে হবে এই তহবিলে। এছাড়াও সেই নির্দেশিকায় আরো বলা হয়েছে করোনা মোকাবিলায় আপাতত সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘভাতাও বাড়ানো হচ্ছে না। বছরে সাধারণত দু’বার এই সুবিধা পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। করোনার দাপটে কেন্দ্রীয় কোষাগারে চাপ বেড়েছে। তাই এই সিদ্ধান্ত।

সরকারের যুক্তি আগামী এক বছর ধরে সরকারি কর্মীদের একদিনের মাসিক বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলে কিছুটা হলেও সুরাহা হবে বলে আশা। তাই এপ্রিল মাসেই প্রাপ্ত বেতনের একদিনের টাকা কেটে নেওয়া হয়েছে। ২০২১ সালের মার্চ পর্যন্ত এই একই হারে টাকা কাটা হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে। এতে সাময়িক অসুবিধা হলেও দেশের এই সংকট মোকাবিলায় সকলেরই এগিয়ে আসা উচিত বলে দাবি কেন্দ্রের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর