KIFF 2022: করোনা আবহে স্থগিত হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - Bangla Hunt

KIFF 2022: করোনা আবহে স্থগিত হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

By Bangla Hunt Desk - January 05, 2022

করোনা আবহে স্থগিত হয়ে গেল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2022)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, করোনার কারণে চলতি বছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরিবর্তে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ২৪ ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত বদলে ফেলতে হল। আপাতত স্থগিত করা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

কমিটির চেয়ারম্যান তথা পরিচালক রাজ চক্রবর্তী, অন্যতম সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় সহ আয়োজক কমিটির একাধিক সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় আপাতত চলচ্চিত্র উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর