করোনা আতঙ্ক কাটিয়ে দীর্ঘ ১১ মাস পর খুললো স্কুল, খুশি ছাত্রছাত্রীরা - Bangla Hunt

করোনা আতঙ্ক কাটিয়ে দীর্ঘ ১১ মাস পর খুললো স্কুল, খুশি ছাত্রছাত্রীরা

By Bangla Hunt Desk - February 12, 2021

বালুরঘাট ; করোনা আতঙ্ককে দূরে ঠেলে আজ থেকে রাজ্যের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলার স্কুলগুলিতে স্বাস্থ্যবিধি মেনে আংশিক ভাবে পঠন পাঠন শুরু হল । প্রায় ১১ মাস পর ঘর ছেড়ে ফের স্কুলের পথে ক্লাস নাইন থেকে টুয়েলভের ছাত্র ছাত্রীরা। একবছর পর বিদ্যালয়ের আংগীনায় পঠন পাঠন চালু হওয়ায় খুশি নবম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা। প্রায় একবছর পর খুলল স্কুল। সরকারি সমস্ত নির্দেশিকা মেনে নবম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত চলবে ক্লাস। স্কুল খুলতেই অনেকটাই আনন্দিত স্কুলের পড়ুয়ারা। এতদিন বাড়িতে চলছিল অনলাইন ক্লাস চললেও সেই পঠন পাঠনে অনেকটাই খামতি থেকে যাচ্ছিল। এবারে স্কুলে এসে শিক্ষিকাদের কাছ থেকে সেই খামতিটা অনেকখানি পুরন করে নিতে পারবে এটা ভেবেই খুশি তারা। যদিও বেশকিছু নিষেধাজ্ঞা মেনে চলতে হবে তাদের।

বালুরঘাট শহরের বিভিন্ন স্কুলে এদিন দেখা গেল ক্লাসে ঢোকার আগেই থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মেপে তারপরেই শ্রেনীকক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। স্যানিটাইজাইশেন করতে হচ্ছে সব ছাত্র ছাত্রীদের। মাত্র ২১ জন করে প্রত্যেক ক্লাসে ছাত্র ছাত্রীদের জন্য বসবার ব্যবস্থ্যা করা হয়েছে কোভীড বিধি মেনে।এই স্বাস্থ্যবিধি মানলেও আগের মত একসাথে জড়ো হয়ে গল্প করা যাবেনা সেই বিধি তা আর কে মানছে । মুখে অবশ্যই রয়েছে মাস্ক। শ্রেনীকক্ষেও শারীরিক দূরত্ববিধি পড়ুয়াদের মেনে চলার কথা বারবার শরন করিয়ে দিতে তৎপর স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

অভিভাবকেরা জানাচ্ছেন ভয় তো কিছুটা রয়েছে তবে আশা রাখছেন স্কুলে শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের দিকে নজর রাখবেন। অন্যদিকে তারাও বাড়িতে বোঝাচ্ছেন স্কুলে কোন জিনিসগুলো এখন করনীয় নয়। তবে এতদিন বাদে ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠিয়ে খুশি তাদের অভিভাবকেরাও।

বালুরঘাট গার্লস হাই স্কুলের শিক্ষিকা মহুয়া চৌধুরী জানান কোভীড পরিস্থিতির সময় সব কিছু যথারীতি চললেও শুধু স্কুল গুলি বন্ধ ছিল। তবু আমরা স্কুলে এসেছি, মিড ডে মিল পর্যন্ত বিলি করেছি।কিন্তু যাদের নিয়ে আমাদের কাজ সেই ছাত্রীদের শিক্ষাদান তা ছিল না। আজ থেকে ফের তাদের সাথে সেই শিক্ষাদানের মাধুর্য্য ফিরে পাব। তবে দু দিন বা তিন দিন না গেলে ঠিকমত এসব ভালমত বুঝে ওঠা সম্ভব হবে না। তবে আমরা পজেটিভটাই চেষ্টা করার চিন্তা করব।

অপরদিকে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রক্তিম সরকার জানান যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে তারা স্কুল চালাবেন। প্রত্যেক ক্লাসে ২১ জন করে ছাত্র বসার ব্যবস্থা মেনে স্কুল চালু করেছেন।আশা করেন এতে ছাত্ররা তাদের পঠন পাঠনের ক্ষেত্রে উপকৃত হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর