করোনা আতঙ্কের মাঝেও রক্তদান শিবির - Bangla Hunt

করোনা আতঙ্কের মাঝেও রক্তদান শিবির

By Bangla Hunt Desk - May 23, 2021

অতনু ঘোষ, মেমারিঃ করোনা সংক্রমণ ঠেকাতে ও আক্রান্তদের সুস্থ করতে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। ব্লাড ব্যাঙ্কগুলিকেও তো সচল রাখতে হবে! কারণ, থ্যালাসেমিয়া আক্রান্তরাই শুধু নন, অন্য রোগীদেরও রক্তের প্রয়োজন হতে পারে যেকোনও সময়েই। করোনা সংক্রমণের আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে বর্তমান কোভিড বিধিকে কে মান্যতা দিয়ে এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর উদ্যোগে গন্তারে শ্রীকৃষ্ণ ভিলা অনুষ্ঠান বাড়িতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক আবুল হাসেম মণ্ডল,জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, নিত‍্যানন্দ ব‍্যানার্জি, ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল,মেমারি ১নং ব্লক তৃণমূল মাধ‍্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক, ব্লক সংখ‍্যালঘু সেলের সভাপতি মীর পারভেজউদ্দিন, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সৌমিত্র চ‍্যাটার্জী,তৃণমূল sc obc সেলের জেলার সাধারণ সম্পাদক সমীরণ মজুমদার,শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ সহ অন‍্যান‍্যরা।

উল্লেখ্য, গ্রীষ্মের শুরুতে প্রতিবছর রাজ্যের সর্বত্র রক্তের সংকট দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় গত বেশ কয়েক বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করছে মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনী। এবার করোনা আতঙ্কে সেই কর্মসূচিতে ছেদ পড়ল না! সবশেষে আমাদের পক্ষ থেকে একটাই কথা বলতে চাই **মানুষে মানুষে হচ্ছে রক্তের লড়াই*
*আমরা নাকি মানবতার গান গাই?**

*চারিদিকে রক্ত ঝরছে, হচ্ছে হাহাকার*
*অথচ সবার রক্তের, একই আকার।*

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর