করোনা আক্রান্ত রাজ্যের আরেক মন্ত্রী, প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলেঘাটা আইডি তে ভর্তি - Bangla Hunt

করোনা আক্রান্ত রাজ্যের আরেক মন্ত্রী, প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলেঘাটা আইডি তে ভর্তি

By Bangla Hunt Desk - August 11, 2020

বাংলা হান্ট ডেক্স; করোনা আক্রান্ত হলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। প্রবল শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে স্বপন বাবুকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা।

লকডাউন চলাকালীন ও আমফান পরবর্তী সময়ে প্রতিনিয়ত দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিয়মিত নিজে দাঁড়িয়ে থেকে তাঁর বিধানসভা কেন্দ্র পূর্বস্থলীর বিভিন্ন এলাকা স্যানিটাইজ করিয়েছেন। সম্প্রতি করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাঁর লালারসের নমুনা পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়। সেখানে তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায়। তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বরাবরই কর্মঠ ও পরিশ্রমী তৃণমূলের এই শীর্ষ নেতার করানো সংক্রমনের সংবাদ পেয়ে উদ্বিগ্ন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর