করোনায় সাংসদ এবং বিধায়কদের দেখা নেই, বিজেপি ছাড়লেন কোচবিহারের নেতা ভূষণ সিংহ - Bangla Hunt

করোনায় সাংসদ এবং বিধায়কদের দেখা নেই, বিজেপি ছাড়লেন কোচবিহারের নেতা ভূষণ সিংহ

By Bangla Hunt Desk - May 21, 2021

বাংলা হান্ট ডেক্সঃ বিজেপি ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ কোচবিহার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ভূষণ সিংহ। তাঁর অভিযোগ, বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। কোচবিহার জেলায় সাংসদ এবং বিধায়কদের দেখা নেই।

আরো পড়ুন- করোনা টিকার এ বার অগ্রাধিকার পাবে ব্যাঙ্ককর্মীরা, ঘোষনা মমতার

বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছিলেন ভূষণ। ভূষণ বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের আগে কাজ করার লোভে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছিলাম। কিন্তু এই করোনা পরিস্থিতিতে কোচবিহারের সাংসদ এবং বিধায়কদের দেখা নেই। উন্নয়ন তো দূরের কথা কোনও কাজের মাধ্যমে এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কোন উদ্যোগ নেই তাঁদের। আগামী দিনে নির্দল হিসাবে সাধারণ মানুষের সেবা করতে চাই।’’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর