করোনায় মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে! দায়ের হলো মামলা - Bangla Hunt

করোনায় মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে! দায়ের হলো মামলা

By Bangla Hunt Desk - April 09, 2020

করোনাভাইরাসে মৃত্যুর তথ্য গোপন করছে রাজ্য সরকার। এই নিয়ে হাইকোর্টে দায়ের হল একজোড়া জনস্বার্থ মামলা। এরমধ্যে একটি মামলা দায়ের করেছেন সিপিএম নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিম। তার দাবি রাজ্য সরকার করোনার মৃত্যুর তথ্য গোপন করছে। এই নিয়ে হাইকোর্টে এই মামলার প্রথম শুনানি হয় বুধবার।

সিপিএম নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিম জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর নির্দেশ মেনে রাজ্য সরকার আক্রান্ত ও মৃতের সঠিক তথ্য দিচ্ছে না। তথ্য গোপন করছে। যার জেরে এই রোগের সংক্রমণ আরো বাড়তে পারে এবং ভয়াবহ হতে পারে পরিস্থিতি। তিনি আরো বলেন ICMR-এর নিয়ম মেনে ঠিকমতো করোনার চিকিৎসা হচ্ছে না বাংলায়। অনেক ক্ষেত্রে বিধিনিষেধ না মেনে চিকিৎসা চলছে। এদিন মামলাটির শুনানি হয়। তাতে বলা হয়েছে আগামী ১৬ই এপ্রিলের মধ্যে করোনা মোকাবেলায় রাজ্য কি কি পদক্ষেপ নিয়েছে তা জানাতে হবে কোর্ট কে।

অন্যদিকে আরেকটি জনস্বার্থ মামলা করেছেন আর একজন আইনজীবী। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা কম করে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তার আরও দাবি করোনায় মৃত ব্যক্তির দেহ ঠিকমত সৎকার হচ্ছে না, যার ফলে সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কা রয়েছে।

দুটি মামলাতেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, করোনায় মৃতের তথ্য গোপন করেছে সরকার। হাইকোর্টের তরফে আগামী ১৬ই এপ্রিলের মধ্যে রাজ্য করোনা মোকাবেলায় কি কি পদক্ষেপ নিয়েছে তার রিপোর্ট চাওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান, বাংলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮৩, মৃতের সংখ্যা ৫। করোনা আক্রান্ত সকল ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এবং তাদের চিকিৎসার ব্যবস্থা চলছে। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন করোনাভাইরাস মোকাবেলায় রাজ্য সরকার সব রকম পদক্ষেপ নিয়েছে। জেলায় জেলায় করোনা হাসপাতাল তৈরি করা হয়েছে। ৫৬২ টি সরকারি কোয়ারেন্টাইন চালু করা হয়েছে। রাজ্য সরকার করোনা মোকাবেলায় আরও ১১ লক্ষ পিপিআই এর বরাত দিয়েছে। এর পাশাপাশি আরও ৭ লক্ষ ২০ হাজার মাক্সেরও বরাত দেওয়া হয়েছে। এই মুহূর্তে ৬১ টি করোনা হাসপাতালে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর