করোনায় আক্রান্ত হলেন আরো ১২ জন CRPF জাওয়ান - Bangla Hunt

করোনায় আক্রান্ত হলেন আরো ১২ জন CRPF জাওয়ান

By Bangla Hunt Desk - May 02, 2020

এবার আরও ১২ জন সিআরপিএফ জোয়ানের করোনা সংক্রমণ ধরা পড়ল। ৩১ নম্বর ব্যাটালিয়নের ১২ জন সিআরপিএফ জওয়ান করোনায় আক্রান্ত বলে খবর। সব মিলিয়ে সংক্রামিত জোয়ানের সংখ্যা বেড়ে হলো ৬৫ জন,
সিআরপিএফ সূত্রে এমনটাই খবর।

সূত্রের খবর দিল্লিতে সিআরপিএফ জওয়ানদের মধ্যে করোনা সংক্রমণ ছড়ানোর খবর জানাজানি হওয়ার পরেই ১১০০ জন জোয়ানকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যে ২৮৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আরো ২৫৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করা বাকি রয়েছে। তাতে এখনো পর্যন্ত ৬৫ জনের করোনা পজেটিভ পাওয়া গিয়েছে বলে খবর। এদের মধ্যে আবার একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে।

এবার সিআরপিএফের ৩১ নম্বর ব্যাটেলিয়ানেও করোনা সংক্রমণ ছড়িয়েছে। ৩১ নম্বর ব্যাটেলিয়ানে ১২ জন সিআরপিএফ জওয়ান করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর। সিআরপিএফ সূত্রে খবর ১২ জন জোয়ানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এবং তাদের সংস্পর্শে আসা সমস্ত জওয়ানকে কোয়ারান্টিনে রাখা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর