করোনায় আক্রান্ত ব্যাংক আধিকারিকের মা! সিল করা হলো ভবানীপুর ব্যাংকের শাখা - Bangla Hunt

করোনায় আক্রান্ত ব্যাংক আধিকারিকের মা! সিল করা হলো ভবানীপুর ব্যাংকের শাখা

By Bangla Hunt Desk - April 10, 2020

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক আধিকারিকের মা। আর এই খবর জানাজানি হতেই সম্পূর্ণ সিল করে দেওয়া হল ভবানীপুরের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা টি। কলকাতার লালা লাজপত রায় রোডের ইউকো ব্যাংক শাখা টি শুক্রবার সিল করে দেয় প্রশাসন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ওই ব্যাংকের কর্মী ও আধিকারিকদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইন।

সূত্রের খবর ব্যাংকের এক আধিকারিকের মা কয়েকদিন ধরেই শ্বাসকষ্টজনিত কারণে ভুগছিল। এই অবস্থায় তার বৃদ্ধ মাকে হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষায় রিপোর্ট করোনা পজিটিভ আসে। এরপরই ওই আধিকারিক ও তার পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয় এবং ব্যাংক কর্তৃপক্ষের তরফে ব্যাংকটি সম্পূর্ণ সিল করে দেওয়া হয়।

ব্যাংক কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে কর্মী ও গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য ব্যাংকের ওই শাখাটি সম্পূর্ণ বন্ধ করার প্রয়োজন ছিল। এরপর গোটা ব্যাংকটি জীবাণুমুক্ত করা হবে। তারপরই ব্যাংকের ওই শাখা ভিডিও ইংলিশ টি খোলা হবে। নইলে গ্রাহক এবং ব্যাংক কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর