করোনার নতুন হটস্পট এখন ব্রাজিল! একদিনেই আক্রান্তের সংখ্যা ৩৭০০ ছড়ালো - Bangla Hunt

করোনার নতুন হটস্পট এখন ব্রাজিল! একদিনেই আক্রান্তের সংখ্যা ৩৭০০ ছড়ালো

By Bangla Hunt Desk - April 25, 2020

গোটা বিশ্বে এখনো পর্যন্ত করোনার প্রকোপ থেকে রেহাইয়ের কোন লক্ষনই নেই। এ পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২ হাজারের বেশি মানুষের। আর এই অবস্থাতেই করোনাভাইরাস সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠেছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল।

ফুটবল আর অ্যামাজনের জঙ্গলে ঘেরা দেশ ব্রাজিল। ক্রমেই করোনা সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার সবথেকে বড় বেশ ব্রাজিল। ব্রাজিলের শিরা-উপশিরায় ছড়িয়ে গিয়েছে নোবেল করোনাভাইরাস। তিল ধারণের জায়গা নেই হাসপাতাল গুলোতে। মৃতের সংখ্যায় উপচে পড়ছে মর্গ থেকে সমাধিস্থল।

ব্রাজিলের সরকারি হিসাবে দেশের করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় ৫৩ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৩৬০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার একদিনে প্রায় ৩৭০০ নতুন সংক্রামিতের খোঁজ মিলেছে। মৃত্যু হয়েছে ৪০০-র বেশি। শুক্রবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন আদতে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এর কয়েক গুণ বেশি। পরীক্ষা পরিকাঠামোর অভাব আর ফল আসতে দেরির কারণে বাস্তব আর তথ্যের জমিন আসমান ফাঁরাক রয়েছে। সরকার যা তথ্য দিচ্ছে তা কার্যত সপ্তাহ দুয়েক পুরনো বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে আক্রান্তের সংখ্যা আদতে ১০ লাখ হলেও অবাক হওয়ার কিছু নেই। তবে এতকিছুর পরেও হুঁশ ফেরেনি ব্রাজিলের প্রেসিডেন্ট বলসো নারোর। দেশে বড় আকারের লকডাউন যে আদৌ প্রয়োজন আছে তা মানছেনই না তিনি।

অন্যদিকে মৃত্যুর হার কমলেও এখনও করোনা ভাইরাসের সঙ্গে জুজছে স্পেন, ইতালি ও আমেরিকা। এ মুহূর্তে গোটা দুনিয়ায় করোনা সংক্রমনের সংখ্যা ২৮ লক্ষেরও বেশি। মৃতের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। তবে এর মধ্যে স্বস্তির খবর করোনার উৎস স্থল চিনে গত ১০ দিনে একজনের মৃত্যু হয়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর