করোনার জেরে ভারত বাংলাদেশ সীমান্তে যাতায়াত বন্ধ করলো সরকার - Bangla Hunt

করোনার জেরে ভারত বাংলাদেশ সীমান্তে যাতায়াত বন্ধ করলো সরকার

By Bangla Hunt Desk - March 13, 2020

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ইতিমধ্যেই করোনাকে মহামারী ঘোষণা করেছে। এইবার এই করোনা আতঙ্কের জের গিয়ে পরলো ভারত-বাংলাদেশ সীমান্তের উপর। ভারত-বাংলাদেশ সীমান্তের যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিল সরকার, এবং বাংলাদেশ যাওয়ার যে সমস্ত ভিসা জারি করেছিল সেই সমস্ত ভিসা গুলি রদ করে দিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে বাংলাদেশে করোনা আক্রান্তের খবর মিলেছে। যার জেরে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

আগামী ১৩ই মার্চ শুক্রবার বিকেল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যাওয়ার সমস্ত ভিসা দেওয়া বন্ধ থাকবে। এছাড়া যে সমস্ত ভিসা গুলি ইস্যু করা হয়েছিল যেমন মেডিকেল ভিসা,টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, সমস্ত ধরনের ভিসাই বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার। তবে যারা ভারত থেকে বাংলাদেশে গেছেন তাদের আসতে কোনো বাধা থাকবে না। জানা গেছে কয়েকটি ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে, প্রয়োজন ছাড়া বাংলাদেশ থেকে কোন নাগরিক ভারতে ঢুকতে পারবে না। বিশেষ কোন প্রয়োজন থাকলে তাদের বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

তবে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। বেনাপোল ও পেট্রোপোল সীমান্তে পণ্য পরিবহন চালু থাকছে। শুধুমাত্র যারা টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা বা অন্য কোন মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আসেন তাদের ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৫ ছাড়িয়েছে। ভারতে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই করোনা নিয়ন্ত্রণেও সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। এদিকে করোনা আতঙ্ক জেরে আজ ভুটান সীমান্তেও সমস্ত ধরনের যাতায়াত বন্ধ করে দেয় ভুটান সরকার। আজ সন্ধ্যায় আচমকাই ভুটান সরকার ভারত থেকে ভুটানে প্রবেশের ফুলশিলিং গেট বন্ধ করে দেয়। আচমকাই ভুটান সরকারের এই নির্দেশের ফলে সমস্যায় পড়ে দুই দেশের মানুষ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর