করোনায় আক্রান্ত ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী সুমিতা সান্যাল শুক্লা! - Bangla Hunt

করোনায় আক্রান্ত ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী সুমিতা সান্যাল শুক্লা!

By Bangla Hunt Desk - July 11, 2020

বাপ্পাই দত্ত: এবার করোনা ভাইরাস দ্বারা সংক্রামিত হলো বাংলা ও ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী সুমিতা সান্যাল শুক্লা। লক্ষ্মীরতন শুক্লা টুইটের মাধ্যমে এই কথা শেয়ার করেন। লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী সুমিতা সান্যাল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত । সুমিতা সান্যাল তার কর্তব্য পালনে বর্তমান পরিস্থিতিতে পিছুপা হয়নি। নিজের দায়িত্ব পালনে করে গেছেন। কিন্তু সুমিতা সান্যাল এর কিছুদিন ধরে শারীরিক পরিস্থিতি একটু অন্যরকম থাকায় তিনি করানো টেস্ট করেন। ১০ ই জুলাই সেই রিপোর্ট পজিটিভ আসে তার।

লক্ষ্মীরতন শুক্লার স্ত্রীর করেনা পজিটিভ রিপোর্ট আসায় তার দুই পুত্র সহ গোটা পরিবার নিজের বাড়িতেই হোম কোয়ারেন্টাইন রয়েছে । লক্ষ্মীরতন শুক্লা সহ পরিবারের বাকি সদস্যরা করোনা পরীক্ষা করবে বলে জানিয়েছে লক্ষ্মীরতন শুক্লা।

এদিকে রাজ্যে শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা নতুন করে দাঁড়িয়েছে এক হাজার ১৯৮ জন ও প্রাণ হারিয়েছেন ২৬ জন । এখনো পর্যন্ত রাজ্যের মোট করোনা আক্রান্ত ২৭ হাজার ১০৯ জন ও মৃতের সংখ্যা ৮৮০ জন ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর