করোনা আতঙ্কের মধ্যে, সাধারণ মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিলেন বিজপুরের বিধায়ক - Bangla Hunt

করোনা আতঙ্কের মধ্যে, সাধারণ মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিলেন বিজপুরের বিধায়ক

By Bangla Hunt Desk - March 26, 2020

করোনা আতঙ্কের মধ্যে মানুষ যখন ভয়ে ভীত। গরিব মানুষ গুলো যখন নিত্য প্রয়োজনীয় খাবারটুকু জোগাড় করতে হিমশিম খাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়ালেন বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।

করোনায় সারা বিশ্বে যখন মহামারীর আকার নিয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সারাদেশ জুড়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন। ধীরে ধীরে বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। গরীব মানুষগুলোর কপালে যখন চিন্তার ভাঁজ। তখনই তাদের পাশে এগিয়ে এলেন বিজপুর এর বিধায়ক শুভ্রাংশু রায়। এখন লকডাউন চলছে, করোনাভাইরাস (COVID 19) আতঙ্কের মধ্যেও বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় তার বিধানসভা এলাকায় গরিব দুঃস্থ মানুষ গুলির হাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিলেন। তিনি নিজের বাড়ি বাড়ি ঘুরলেন। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন। সাধারণ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, আলু তুলে দিলেন তিনি। সাধারণ মানুষও অনেকদিন পর বিধায়ককে পাশে পেয়ে খুশি।

প্রসঙ্গত শুভ্রাংশু রায় ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে দ্বিতীয়বার জয়লাভের পর, ২০১৯ এ লোকসভা ইলেকশনের পর সারাদেশে বিজেপির ভালো ফলের পরেই শুভ্রাংশু রায় বিজেপিতে যোগদান করে। কিন্তু তারপর থেকে বিধায়ককে এলাকায় সেভাবে দেখা না গেলেও অনেকদিন নিজের বিধানসভা এলাকায় দেখা গেল তাকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর