কাজী নজরুলের ইসলামের ১২১ তম জন্মজয়ন্তী উদযাপন করল ওয়েস্টবেঙ্গল স্মল নিউজ পেপার এডিটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন - Bangla Hunt

কাজী নজরুলের ইসলামের ১২১ তম জন্মজয়ন্তী উদযাপন করল ওয়েস্টবেঙ্গল স্মল নিউজ পেপার এডিটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

By Bangla Hunt Desk - May 25, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত; “মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলমান তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ”। সোমবার ২৫ শে মে রবীন্দ্র-নজরুল শ্রদ্ধার্ঘ্য আয়োজন করল ওয়েস্টবেঙ্গল স্মল নিউজ পেসারস এডিটরস ওয়েলফেয়ার এসোসিয়েশন। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১ তম জন্মজয়ন্তী পালন করা হলো। আজকের এই অনুষ্ঠানে নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করলেন সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন চট্টোপাধ্যায়। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন সংগঠনের সম্পাদক রজত মিস্ত্রি।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক অলোক আচার্য্য এবং বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রানী চ্যাটার্জী এবং অন্যান্য শিল্পী ও সাংবাদিকরা। অনুষ্ঠানে গান ও আবৃত্তি পাঠ করে কাজী নজরুল ইসলামকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে লকডাউনে সোশ্যাল ডিস্টেন্সকে মান্যতা দিয়ে এবং প্রাকৃতিক বিপর্যয়কে সঙ্গী করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১ তম জন্মজয়ন্তী পালন করা হলো।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর