ওয়ার্ল্ড ট্রেড সেন্টার শাখা তৈরি হবে কলকাতায়, মার্চেই শহরে মউ স্বাক্ষর জানাল মমতা - Bangla Hunt

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার শাখা তৈরি হবে কলকাতায়, মার্চেই শহরে মউ স্বাক্ষর জানাল মমতা

By Bangla Hunt Desk - March 07, 2023

এবার আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের (world trade center ) শাখা অফিস তৈরি হবে কলকাতায়। আজ সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে অর্থাত্‍ ২১ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের প্রতিনিধিরা কলকাতায় (kolkata) আসছেন বলে খবর।

মূলত আলোচনার জন্যেই তাঁরা কলকাতায় আসছেন বলে খবর। তবে মার্চেই এই সংক্রান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে শিল্পে জোয়ার আনতে ইতিমধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাল ফিতের জট খুলে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব বাণিজ্য সম্মেলনের আয়োজন করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাতে দেশ-বিদেশের একাধিক শিল্পপতিরা যোগ দেন।

গত কয়েক বছরে সেখান থেকে একাধিক বিনিয়োগ হয়েছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। আর এর মধ্যেই কলকাতার বুকে ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস খোলার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই সেন্টার খোলা হলে বিশ্ব ( world trade center america) মানচিত্রে কলকাতা একটা বড় জায়গা তৈরি করে নেবে বলেই মত ওয়াকিবহালমহলের।

জানা গিয়েছে, ইতিমধ্যে জমি দেখা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর তা পছন্দও হয়েছে বলে খবর। আর এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের আরও জানিয়েছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধি দল শহরে আসবে। আর তা আসবেন আগামী ২১ মার্চ। মূলত রাজ্য সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করতেই তাঁরা আসছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কলকাতার বুকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো একটা শাখা অফিস খোলাটা অন্তত্য ইতিবাচক একটা ব্যাপার।

শুধু তাই নয়, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা তৈরির ক্ষেত্রে প্রতিনিধি দলের কলকাতাকেই প্রথম পছন্দের। ভারতের পূর্বাঞ্চলের প্রথম শহর হিসাবে কলকাতাকেই তাঁরা বেছে নিয়েছেন। আর সেটা সবার কাছেই যথেষ্ট গর্বের একটা ব্যাপার বলেও এদিন মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

শুধু তাই নয়, ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের এই শাখা অফিসের সাহায্যেই কলকাতার সঙ্গে গোটা বিশ্বের একটা যোগাযোগ তৈরি হবে বলে দাবি রাজ্য প্রশাসনের। এখন দেখার কতদিনে এই শাখা তৈরির কাজ শেষ হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর